
| মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মে মাসে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত জানালেও আগামী ১ মার্চের মধ্যে হল খোলার দাবি তুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।
গতকাল সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ থেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে হল খোলার ঘোষণা দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সময় বেঁধে দেওয়া হয়।
আজ মঙ্গলবার ঢাবির একাডেমিক কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানিয়েছেন, উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান। তবে জাতীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ কম বলেও জানান তিনি। শিক্ষার্থীরা বলছেন, একাডেমিক কাউন্সিলে হল খুলে দেয়ার সিদ্ধান্ত না হলে, আবারো আন্দোলনে যাবেন তারা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসনের নির্দেশ অমান্য করে হলে অবস্থান করছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় হল ছাড়ার নির্দেশের সময় শেষ হওয়ার পরও শিক্ষার্থীরা হল ছাড়ে নি।
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর গত মার্চ থেকে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরমধ্যে অনলাইনে ক্লাস নেওয়া শুরু হলেও আবাসন সঙ্কটে থাকা শিক্ষার্থীরা হল খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিল।
Posted ১২:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar