মো: গিয়াস উদ্দিন | ৩০ মে ২০১৭ | ৮:৪৮ অপরাহ্ণ
সরকার আগামী পহেলা জুলাই থেকে ব্যাংক একাউন্টে টাকার পরিমাণ ১.০০ লক্ষ ১ টাকা হতে ১০.০০ লক্ষ টাকা পর্যন্ত আবগারী শুল্ক (Excise Duty) নির্ধারণ করেছেন ১০০০ টাকা !
অর্থ্যাৎ আগামী কালকে ব্যাংকে (সরকারী ব্যাংক) কেউ ১.০০ লক্ষ টাকা তিন মাস মেয়াদে এফডিআর করলে মেয়াদ শেষে ৪.৫০% হার সুদে মুনাফা পাবেন ১,১২৫ টাকা। উৎস কর (সোর্স ট্যাক্স) হিসাবে এই ১,১২৫ টাকার ১৫% হিসাবে কাটা যাবে ১৬৯ টাকা এবং আবগারী শুল্ক ১,০০০ টাকা। অর্থ্যাৎ মোট কাটা যাবে (১৬৯+১,০০০) = ১,১৬৯ টাকা । তিন মাস পরে গ্রাহক ফেরত পাবে (১০০,০০০+১,১২৫-১,১৬৯)= ৯৯,৯৫৬ টাকা । অর্থ্যাৎ গ্রাহক তিন মাস টাকা খাটানোর পর লাভ তো দূরের কথা উল্টো আসল হতে ৪৪ টাকা কম পাবে।
আর যারা অক্টোবর এর ১ তারিখের পরে ৩ মাস মেয়াদী এফডিআর করবে তাদের কে ১৭ ও ১৮ সালের মোট ২ বছরের Excise Duty দিতে হবে। এক্ষেএে সে পাবে = ৯৮, ৯৫৬/।
ইতিমধ্যে পহেলা এপ্রিল ২০১৭ এর পর যারা তিন মাস মেয়াদে ১.০০ লক্ষ টাকা এফডিআর করেছেন তাদের সবার ক্ষেত্রেই এই ঘটনা ঘটবে।
বেশির ভাগ প্রাইভেট ব্যাংক গুলোর এফডিআর সুদের হার ৪.৫০%-৬.০০% তাদের ক্ষেত্রেও একই বিষয় হবে।