
| রবিবার, ২১ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
১৯৯৯ সালের পর আনফিল্ডে আর কখনো ম্যাচ জিতেনি এভারটন। এই সময়ে তারা লিভারপুলের বিপক্ষে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ২৩টি ম্যাচ খেলেছিল এবং সবগুলো ম্যাচেই জয়হীন ছিল।
এই ২৩ ম্যাচের মধ্যে হেরেছিল ড্র করেছিল ১০টি এবং হেরেছিল ১৩টি। কিন্তু ১৯৯৯ সালের পর দীর্ঘ ২২ বছরে যা সম্ভব হয়নি সেটাই হল গতরাতে। আনফিল্ডেই লিভারপুলের বিপক্ষে ৪-০ গোলে জয় তুলে নিয়েছে এভারটন।
দুঃসময় যেন কাটছেই না লিভারপুলের। বর্তমান চ্যাম্পিয়নরা একের পর এক ম্যাচে হেরেই যাচ্ছে। সর্বশেষ গতরাতে এভারটনের বিপক্ষে হার তাদের নামিয়ে দিয়েছে পয়েন্ট তালিকায় ৬ নম্বরে।
এই ম্যাচে এভারটনের এগিয়ে যেতে সময় লাগে মাত্র ৩ মিনিট। রিচার্লিশনের গোলে এগিয়ে যায় দলটি। ৮৩ মিনিটে সিগার্ডসন পেনাল্টি থেকে গোল করে এভারটনের জয় নিশ্চিত করেন।
Posted ৯:৪৯ পূর্বাহ্ণ | রবিবার, ২১ ফেব্রুয়ারি ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar