
ডেস্ক | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
এসএসসি ও সমমানের পরীক্ষাকে সামনে রেখে আগামী ২৫ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে আসন্ন পরীক্ষা উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আগামী ১ ফেব্রুয়ারি থেকে নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এতে অংশ নেবে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী। সকালের পরীক্ষা ১০টা থেকে ১টা পর্যন্ত ও বিকালের পরীক্ষা দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই কেন্দ্রে উপস্থিত হয়ে আসনে বসতে হবে। বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজির দুই পত্র ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্ন হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
উল্লেখ্য যে, প্রশ্ন ফাঁস এড়াতে গত কয়েক বছর ধরেই বোর্ড পরীক্ষাগুলোর সময় কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিচ্ছে সরকার।
Posted ৩:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |