অনলাইন ডেস্ক | ২৪ নভেম্বর ২০১৭ | ১০:৩৯ পূর্বাহ্ণ
ফের বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ৩০ নভেম্বর আধাবেলা হরতাল আহ্বান করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা।
বৃহস্পতিবার বিকালে এ হরতালের ডাক দেয়া হয়।
হরতাল প্রসঙ্গে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে সরকার কিছুদিন পরপর বিদ্যুতের মূল্য বাড়ালে তা মেনে নেয়া যায় না। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই হরতাল আহ্বান করা হয়েছে।
৩০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
বিশেষজ্ঞ ও সাধারণ মানুষের মতামত উপেক্ষা করে ফের বিদ্যুতের দাম বাড়িয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গ্রাহক শ্রেণি নির্বিশেষে প্রতি ইউনিট (এক কিলোওয়াট ঘণ্টা) বিদ্যুতের দাম বেড়েছে গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ।
চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই গ্রাহকদের নতুন মূল্যহারে বিদ্যুত বিল পরিশোধ করতে হবে।