
ডেস্ক | শুক্রবার, ২৭ মার্চ ২০২০ | প্রিন্ট
করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের ৫০ হাজার হতদরিদ্র পরিবারের জন্য এক মাসের খাবারের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
শুক্রবার বিকেলে নগরীর গুলিস্তান এলাকায় জীবাণুনাশক ছিটানোর গাড়ির পরিদর্শনে এসে তিনি এ ঘোষণা দেন।
সাঈদ খোকন বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতিতে নিম্ন আয়ের অসহায় দরিদ্র ও পথবাসী ৫০ হাজার পরিবারের জন্য এক মাসের খাবারের ব্যবস্থা করা হবে। আগামীকাল থেকে এই খাবার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হবে।’
নগরবাসীকে বিনা কারণে ঘর থেকে বের হতে এবং সমাজের বিত্তবানদের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘অনেক আগ থেকে আমাদের দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম শুরু করা হয়েছে। আজ সেই কাজই আমরা পরিদর্শন করতে এখানে এসেছি। আমি আমার সম্মানিত নগরবাসীদের আহ্বান জানাব তারা যেন বাড়ি থেকে বের না হন। পাশাপাশি দেশের বিত্তবান সবাইকে আহ্বান জানাব তারা যেন এই দুর্দিনে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ান।’
তিনি আরও বলেন, ‘কোনও নাগরিক যদি বাসায় থেকে আমাদের হটলাইনে ফোন করে জানান, তিনি খাবার সংকটে রয়েছেন। আমরা তার বাসায় খাবার পৌঁছে দেবো। এ জন্য আমাদের নির্বাচিত কাউন্সিলর ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে। তারা এরই মধ্যে কাজ শুরু করেছেন।’
সাঈদ খোকন বলেন, ‘আমার মেয়াদ থাকুক আর নাই থাকুক আমি সব সময় নগরবাসীর পাশে আছি এবং থাকবো। আপনারা আমাকে সব সময় পাশে পাবেন।’
মেয়র বলেন, ‘হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার জন্য আমাদের সাত জন ম্যাজিস্ট্রেটসহ গঠিত কমিটির সবাই কাজ করছেন। প্রতিদিন আমরা এর তথ্য সংগ্রহ করছি।’
এদিকে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ৪ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে দুজন চিকিৎসক। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
Posted ৮:২৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar