আজকের অগ্রবাণী ডেস্ক | ০৫ জুলাই ২০১৮ | ৮:৩৩ অপরাহ্ণ
রাশিয়া বিশ্বকাপ জয়ের লড়াইয়ে পাগলা ঘোড়ার মতো ছুটছে বেলজিয়াম। এ পযন্ত তাদের ঝুলিতে নেই হার এমনকি নেই কোন ড্র। তাই তাদের লাগাম টানাটা বেশ কষ্টকর মনে হচ্ছে। তবে কোয়র্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ তো অনভিজ্ঞ কোন দল নয় অপেক্ষা করছে ল্যাতিন পরাশক্তি ব্রাজিল।
বিশ্বকাপ শুরুর আগে থেকেই হট ফেভারেটের তকমা জড়িয়ে রেখেছে ব্রাজিল। তাই ম্যাচ শুরুর আগেও ব্রাজিলকেই এগিয়ে রাখছে সবাই। আর ইতিহাস উল্টালে দেখা যায়, এপর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে এ দুই দল। এর মধ্যে তিনবারই জয় পেয়েছে ব্রাজিল। আর একটিতে জয় পেয়েছে বেলজিয়াম। তাও আবার ১৯৬৩ সালে। সেই ম্যাচে ৫-১ গোলে জয় পায় বেলজিয়াম। এর পর ৫৫ বছর ব্রাজিলের বিপক্ষে জয়ের দেখা পায়নি দলটি।
তাই পরিসংখ্যান দেখে বলাই যায়, ব্রাজিলই এগিয়ে আছে। তবে দেখার বিষয় ম্যাচটি হ্যাজার্ড-লুকাকু জিতে নাকি নেইমার-কৌতিনহোরা।