আসিফ হাসান কাজল | ১৮ জুলাই ২০১৮ | ১১:১১ অপরাহ্ণ
আজ বুধবার দুপুর ২ টায় মাগুরা শহর মাতৃসদন এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
অভিযানের নেতৃত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক মোল্লা মিরাজ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি অটোরিকশা গ্যারেজ এর অভ্যন্তরে অভিযান চালিয়ে প্যাকেটে মোড়ানো অবস্থায় ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে গ্রেফতারকৃত দুই ব্যক্তি তালিকাভুক্ত মাদক কারবারি নয়, সম্প্রতিই তারা মাদক বেঁচাকেনা শুরু করেছিল বলেও তিনি জানান।
সদ্য যোগদান করা মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সদর উপজেলার নড়িহাটি গ্রামের বদর উদ্দিন মোল্লার পুত্র মনির হোসেন ও দেড়ুয়া গ্রামের শাহাদৎ বিশ্বাসের ছেলে ইসলাম বিশ্বাসকে গ্রেফতার পরবর্তী উভয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা গ্রহণ করা হয়েছে।