
আমানত ইসলাম পারভেজ : | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০ | প্রিন্ট
নড়াইলের কালিয়া উপজেলায় ৫ দিনের নবজাতক রেখে সপ্না বেগম নামে এক নবজাতকের মা আত্বহত্যা করেছে।
১১মার্চ (বুধবার) রাত ৯ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
সপ্না মহিষদিয়া গ্রামের সোহেল শেখের স্ত্রী। এর আগে বুধবার বিকাল ৪ টায় আত্মহত্যা করার উদ্দেশ্য উপজেলার সার্জিকাল ক্লিনিকের ছাদ থেকে লাফিয়ে পড়ে সপ্না। গুরুতর আহত অবস্থায় তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা প্রেরন করা হয়।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, গত ৬ মার্চ কালিয়া সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনিষ্টিক সেন্টারে মেয়ে সন্তান জন্ম দেয় সপ্না। সন্তান জন্ম দেওয়ার পর থেকে পরিবারের সাথে তার সম্পর্ক ভালো চলছিলো না। এর জের ধরে সপ্না ঐ ক্লিনিকের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে বলে তাদের ধারনা। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নড়াইলে প্রেরন করা হয়েছে।
কালিয়া থানার ওসি (তদন্ত) ইকরাম হোসেন বলেন, নবজাতকের মায়ের আত্বহত্যার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবার থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
Posted ৪:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar