
| বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১ | প্রিন্ট
ভারতের সিকিমে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে ৪ সেনা সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুই সেনা সদস্য।
ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, বুধবার (৩০ জুন) ছয় জন কুমায়ুন রেজিমেন্টের সেনা সদস্য ভারতীয় সেনাবাহিনীর একটি ট্রাকে করে সিকিমের গ্যাংটকের দিকে যাচ্ছিলেন। গ্যাংটকের ১০ কিলোমিটার আগে নিউ জওহরলাল নেহরু রোডের উপর পিছলে যায় ট্রাকের চাকা। নিয়ন্ত্রণ হারিয়ে ৬০০ ফুট গভীর খাদে পড়ে যায় ট্রাক।
স্থানীয় এক নাগরিক সংবাদ মাধ্যম পিটিআইকে জানায়, দুর্ঘটনার সময় প্রবল বৃষ্টি হচ্ছিল। আর তাতেই দুর্ঘটনা ঘটে।
এদিকে সিকিমের পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই এক সেনার মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে গ্যাংটকের সেনা হাসপাতালে ভর্তি করালে সেখানে আরও তিনজনের মৃত্যু হয়।
সূত্রঃ হিন্দুস্তান টাইমস, পিটিআই
Posted ৮:৪১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar