অনলাইন ডেস্ক | ১৮ নভেম্বর ২০১৭ | ৭:৫৯ অপরাহ্ণ
৭৯ দিন ধরে নিখোঁজ ছিলেন বেলারুশের অনারারি কনসাল ও ব্যবসায়ী অনিরুদ্ধ রায়। গত বৃহস্পতিবার নিজের বাড়িতে ফেরেন তিনি। এ নিয়ে নানা প্রশ্নের উদয় হয়েছে।
আজ শনিবার গুলশান থানা ব্যবসায়ী অনিরুদ্ধের বাড়ি ফেরার তথ্য নিশ্চিত করেছে। তবে অনিরুদ্ধের সঙ্গে যোগাযোগ করতে বা কথা বলতে পারেনি পুলিশ। এ ব্যাপারে নিখোঁজ থাকা ব্যবসায়ীর পরিবার থেকে জানানো হয়েছে ‘কথা বলার বিষয়ে পরে জানানো হবে’।
থানা সূত্রে জানা গেছে, ব্যবসায়ী অনিরুদ্ধ নিখোঁজ হওয়ার বিষয়ে তাঁর ভাগ্নে কল্লোল হাজরা গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। ফোনে তিনি অনিরুদ্ধের ফিরে আসার তথ্য জানিয়েছেন।
এদিকে ব্যবসায়ী অনিরুদ্ধের হঠাৎ নিখোঁজ হওয়া ও ৭৯ দিন পর ফিরে আসা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, অনিরুদ্ধের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। নিখোঁজ থাকা ব্যবসায়ীর সঙ্গে কথা বলার আগে কোন কিছু বলা যাচ্ছে না।
গত ২৭ আগস্ট গুলশান ১ নম্বর এলাকার একটি বেসরকারি ব্যাংক থেকে বের হওয়ার পর রহস্যজনকভাবে নিখোঁজ হন অনিরুদ্ধ রায়। সেখানে থাকা ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যায় তাঁর নিজস্ব গাড়ির চালকের সামনেই তাঁকে আরেকটি গাড়িতে তুলে নেয় কতিপয় ব্যক্তি।
অনিরুদ্ধ রায়কে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে গত ৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে উপ-আনুষ্ঠানিক চিঠি বা ডিও লেটার পাঠায় জাতীয় মানবাধিকার কমিশন।