অনলাইন ডেস্ক | ২৬ জুলাই ২০১৭ | ১১:৫১ অপরাহ্ণ
বরিশাল রেঞ্জে পুলিশের ডিআইজি ও এসপি পদে পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে দেশের আরও ছয়টি রেঞ্জের ডিআইজিসহ ১৫ জেলার পুলিশ সুপার পদেও রদবদল হয়েছে।
বুধবার (২৬ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বরিশালের ডিআইজি ও পুলিশ সুপার পদে পরিবর্তন আনার সঙ্গে ইউএনও গাজী তারিক সালমনের নাজেহাল হওয়ার সম্পৃক্ততা নেই। এটি এক ধরনের ‘রুটিন’ পরিবর্তন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, বরিশালের ডিআইজি শেখ মারুফ হাসানকে নৌ পুলিশের ডিআইজি করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলামকে করা হয়েছে বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি।
ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. মাহাবুবর রহমানকে রাজশাহী মহানগর পুলিশের নতুন কমিশনার পদে বদলি করা হয়েছে।
এছাড়া নৌ পুলিশের ডিআইজি মনিরুজ্জামানকে পুলিশ সদর দফতরের ডিআইজি, সিআইডির শৈবাল কান্তি চৌধুরীকে এসপিবিএনের ডিআইজি, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার এ ওয়াই এম বেলালুর রহমানকে ডিআইজির চলতি দায়িত্বে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি আবু হাসান তারিককে পুলিশ সদর দফতরের ডিআইজি (চলতি দায়িত্বে) করা হয়েছে।
এদিকে বরিশালের পুলিশ সুপার (এসপি) আক্তারুজ্জামানকে পুলিশ সদর দফতরের এআইজি, নওগাঁ জেলার পুলিশ সুপার মো. মোজাম্মেল হককে ডিএমপির উপ-পুলিশ কমিশনার, হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রকে ডিএমপিতে বদলি করা হয়েছে।
আর ডিএমপির উত্তরা জোনের ডিসি বিধান ত্রিপুরাকে হবিগঞ্জের পুলিশ সুপার, ডিএমপির ডিসি সাইফুল ইসলামকে বরিশালের পুলিশ সুপার এবং এসপিবিএনের পুলিশ সুপার মো. ইকবাল হোসেনকে নওগাঁ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।