
| মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০ | প্রিন্ট
ধীরগতিতে রান তোলায় সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছিলেন তামিম ইকবাল। অবশেষে মেটালেন প্রত্যাশার দাবি। একশর উপরে স্ট্রাইকরেট নিয়ে দশ বাউন্ডারিতে ছুঁলেন ফিফটি। সেঞ্চুরির পথে থাকা বাঁহাতি ওপেনার পরে পৌঁছে গেলেন দারুণ একটি মাইলফলকেও।
প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্রিকেটে তামিম পূর্ণ করেছেন ৭ হাজার রান। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নামার সময় তার রান ছিল ৬,৯১৬।মাইলফলক থেকে ৮৪ রান দূরে ছিলে তামিম। সাত হাজার রানে পৌঁছান ডোনাল্ড ত্রিপানোকে থার্ডম্যান দিয়ে চার মেরে, নিজের ২০৬তম ম্যাচে।
ছয় হাজার রানও সবার আগে ছুঁয়েছিলেন তামিম।। পরে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম পৌঁছান একই মাইলফলকে।
Posted ৫:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar