
| রবিবার, ০৪ জুলাই ২০২১ | প্রিন্ট
ফের করোনার টিকা দেশে আসা শুরু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ৮০ ভাগ মানুষকে বিনামূল্যে এ টিকা দেয়া হবে। শনিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রী সংসদকে জানান, ভারত থেকে টিকা কেনার ব্যবস্থা করলেও করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় রফতানি বন্ধ করে দেয় তারা। এতে কিছুদিন সমস্যা হলেও এখন সমস্যা নেই। চীন ও যুক্তরাষ্ট্র থেকে টিকা এসে গেছে, আরো আসবে।
প্রধানমন্ত্রী আরো বলেন, যেখানে টিকা পাওয়া যাচ্ছে, সেখানেই যোগাযোগ করা হচ্ছে। চীন, রাশিয়া, জাপান, যুক্তরাষ্ট্র— সব জায়গায় যোগাযোগ রাখা হচ্ছে। তিনি জানান, সরকার অনেক টাকা দিয়ে টিকা কিনলেও জনস্বার্থে বিনামূল্যে দিচ্ছে। সব কর্মসূচিতে গ্রামের মানুষ ও খেটে খাওয়া মানুষকে অগ্রাধিকার দেয়া হয়। টিকা দেয়ার পর স্কুল কলেজ খুলে দেয়া হবে- যোগ করেন প্রধানমন্ত্রী।
স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব- আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে লকডাউন দেয়া হয়েছে। লকডাউনের নির্দেশনাগুলো অন্তত মেনে চলুন, নিজে সুরক্ষিত থাকুন, অন্যকে সুরক্ষিত রাখুন।
Posted ৯:৪৪ অপরাহ্ণ | রবিবার, ০৪ জুলাই ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar