| ০৭ মার্চ ২০২১ | ১১:০০ অপরাহ্ণ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এবারের আসর শুরু হবে এপ্রিল মাসের ৯ তারিখে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইপিএল ফ্রাঞ্চাইজিদের ইমেইলের মাধ্যমে এই তারিখ জানিয়ে দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।
করোনা ভাইরাসের কারণে আইপিএলের গত আসর হয়েছিল বিদেশের মাটিতে। কিন্তু এবার আর বিদেশের মাটিতে নয়, ভারতেই অনুষ্ঠিত হবে আইপিএল। এপ্রিল মাসের ৯ তারিখ থেকে শুরু হবে মে মাসের ৩০ তারিখ পর্যন্ত চলবে এবারের আসর।
এবারের আইপিএল ভারতের মাটিতে হলেও ৬টি স্টেডিয়ামে খেলা হবে। আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, মুম্বাই ও কলকাতাতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।