শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন পরবর্তী সহিংসতায় সংবাদ প্রকাশের পর গাজীপুর পুলিশকে ব্যবস্থা নিতে ইসির চিঠি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:   |   মঙ্গলবার, ৩০ মে ২০২৩ | প্রিন্ট

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর ৫৭ নং ওয়ার্ডে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ ঘটনায় দৈনিক যুগান্তরের টঙ্গী শিল্পাঞ্চল প্রতিনিধি মো. আনোয়ার হোসেনকে মুঠোফোনে হুমকি দিয়েছেন বিজয়ী কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরী করেছেন যুগান্তর প্রতিবেদক। নির্বাচন কমিশনের সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২৯ মে ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার বরাবর প্রেরণ করা হয়।

বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে দৈনিক যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় ‘নির্বাচন-পরবর্তী সহিংসতা, টঙ্গীতে অর্ধশতাধিক নারী-পুরুষ ঘরছাড়া’ শিরোনামে ২৯ মে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে চিঠি দেয়া হয়েছে। আরও উল্লেখ করা হয়েছে, সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ২ এ উল্লেখিত সংজ্ঞায় উপবিধি (২) মোতাবেক নির্বাচনপূর্ব সময় অর্থ নির্বাচনী তফসিল ঘোষণার তারিখ হতে নির্বাচনের ফলাফল গেজেটে প্রকাশের তারিখ পর্যন্ত সময়কাল। আচরণ বিধিমালার বিধি ১৮ অনুসারে কোন ব্যক্তি নির্বাচণ উপলক্ষে কোন নাগরিকের জমি, ভবন বা অন্য কোন স্থাবর বা অস্থাবর সম্পত্তির কোনরুপ ক্ষতি সাধন অনভিপ্রেত গোলযোগ ও উশৃঙ্খল আচরণ দ্বারা কারো শান্তি ভঙ্গ করতে পারবেনা।

উল্লেখিত কার্যক্রম নির্বাচনী আইন, বিধিমালা, আচরণ বিধিমালা ভঙ্গ ছাড়াও প্রচলিত ফৌজদারি আইনের পরিপন্থী। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মো. ইব্রাহীম খান জানান, ইসির প্রেরিত চিঠির বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]