
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
নিউজিল্যান্ডের কাইকৌরার গুজ বে উপকূলে একটি তিমির সঙ্গে ধাক্কা লেগে একটি চার্টার ফিশিং বোট ডুবে গেছে। এ ঘটনায় নৌকার পাঁচ যাত্রী প্রাণ হারিয়েছেন।
শনিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের উদ্ধৃতি দিয়ে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, যখন নৌকাটি উল্টে যায় তখন সেটিতে ১১ জন ছিলেন। জরুরি পরিষেবাকর্মীরা পরে পাঁচজনের মরদেহ উদ্ধার করে।
নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের শহর কাইকৌরার মেয়র ক্রেগ ম্যাকল জানিয়েছেন, দুর্ঘটনার সময় ছয়জন নিরাপদে তীরে পৌঁছেছেন।
ম্যাকল বলেন, ডুবে যাওয়ার সময় সাগরের পানি শান্ত ছিল। ধারণা করা হচ্ছে তিমিটি নৌকার নিচ থেকে উঠেছিল। তাতেই নৌকাটি উল্টে যেতে পারে। তবে তিনি নিশ্চিত নন যে কোন ধরনের তিমির সঙ্গে নৌকাটির ধাক্কা লাগে। কারণ ওই এলাকায় কিছু স্পার্ম ও হামব্যাক তিমি রয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, উদ্ধারকারী হেলিকপ্টার, ডুবুরি স্কোয়াড ও স্বেচ্ছাসেবকেরা টানা এক ঘণ্টা চেষ্টার পরে ডুবে যাওয়া নৌকাটি তীরে নিতে সক্ষম হয়েছে।
তিমি দেখার জন্য কাইকোরা হচ্ছে একটি জনপ্রিয় গন্তব্য। পর্যটকরা তিমি, ডলফিন ও অন্যান্য সামুদ্রিক প্রাণীকে কাছ থেকে দেখতে নৌকা বা হেলিকপ্টার ভাড়া করতে পারেন।
সূত্র: আল-জাজিরা
Posted ১২:২০ অপরাহ্ণ | শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin