
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার হুয়ান মাতার নতুন ঠিকানা তুর্কি ক্লাব গালাতাসারাই। এরইমধ্যে ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি সেরেছেন এই স্প্যানিয়ার্ড।
বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর মাতার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে তুর্কি ক্লাবটি।
গত মৌসুম শেষে ইউনাইটেডের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন চুক্তিতে আবদ্ধ হলেন তিনি। মৌসুম শেষেই ফ্রি এজেন্টে পরিণত হন সাবেক এই চেলসি মিডফিল্ডার। ফ্রি এজেন্ট হওয়ার পর অনেক ক্লাবের সঙ্গেই তার নাম জড়িয়েছিল।
অবশেষে তুর্কি জায়ান্ট গালাতাসারাই-এর সঙ্গে চুক্তি করেন ৩৪ বছর বয়সী এই খেলোয়াড়। তার সঙ্গে দুই বছরের চুক্তি করলেও চুক্তির দ্বিতীয় বছরটি কার্যকর হবে দুই পক্ষের সমঝোতায়।
২০১৪ সালের জানুয়ারিতে চেলসি থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন মাতা। ম্যানচেস্টারে আট বছরে ২৮৫টি ম্যাচ খেলেন তিনি। দলটির হয়ে ৫১টি গোলের পাশাপাশি তার নামের সঙ্গে অ্যাসিস্ট রয়েছে ৪৭টি। এছাড়া ইউনাইটেডের হয়ে ইউরোপা লিগসহ ৪টি শিরোপা জিতেন মাতা।
Posted ১২:৫৬ অপরাহ্ণ | শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin