
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেছেন আওয়ামী লীগে সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যরা।
আজ শনিবার গণভবনে মনোনয়ন বোর্ডের সভার শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন ও দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে এ সভা অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বেশি দিন সিংহাসনে অধিষ্ঠিত থাকার পর গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে ৯৬ বছর বয়সে রানি দ্বিতীয় এলিজাবেথ মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুর খবরে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা শোক প্রকাশ করেন। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে বাংলাদেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।
Posted ১:০৪ অপরাহ্ণ | শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin