
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার দুর্গম চরাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম মজুমদার জানান, অপরাধ রোধ এবং নিরাপত্তার স্বার্থে হাটবাজার, লঞ্চঘাটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় ইতোমধ্যে কোড়ালীয়া স্পিডবোট ঘাট ও লঞ্চঘাটে ক্যামেরা স্থাপন করা হয়েছে।
বাহেরচর বাজারেও ক্যামেরা বসানোর কাজ চলছে। পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। প্রতিটি ক্যামেরা অনলাইনের সঙ্গে সংযুক্ত। তাই থানায় বসেই মনিটরিং করা যাবে। অপরাধীকে খুব সহজেই শনাক্ত করা যাবে।
Posted ৫:৩১ পূর্বাহ্ণ | রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin