
মোঃ নাজমুল হক,: | রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
গাজীপুর জেলার কাশিমপুর থানাধীন গত ৯/৯/২২ ইং শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে এক নারী ইয়াবা ব্যবসায়ীসহ চারজনকে গ্রেপ্তার করেছেন উক্ত থানার চৌকস পুলিশ অফিসার এস আই হানিফ।এ সময় তাদের নিকট থেকে পৃথক পৃথক ভাবে জব্দ করা হয় একশত পিস ইয়াবা। গ্রেপ্তারকৃতরা হলেন উক্ত থানাধীন ৩নং ওয়ার্ডর এনায়েতপুর গ্রামের আঃ জব্বার (৫৫) পিং প্রতাব আলী, তার স্ত্রী নুরজাহান (৪৭), মোঃ সোহেল মোল্লা পিং দুলাল মোল্লা, মোঃ মানিক মিয়া (২৮) পিং মৃত আবুল কাশেম, সাং হাজীপাড়া ৬নং ওয়ার্ড। অভিযান চলাকালে ঝর্ণা নামের এক কুখ্যাত নারী ইয়াবা ব্যবসায়ী পালিয়ে যায় ।পরে তার নাম ঠিকানা সংগ্রহ করে জানা যায় তিনি গ্রেপ্তারকৃত জব্বর মিয়ার মেয়ে ও এলাকার চিহ্নিত সন্রাসী, মাদক সেবী, খুনসহ একাদিক মামলার আসামী আলতাব মিয়ার স্ত্রী । সূত্রে জানা যায় জেলার কাশিমপুর থানা মাদক সেবী ও ব্যবসায়ীদের আতুর ঘর। এ ব্যাপারে উক্ত থানার নতুন দায়িত্ব প্রাপ্ত তদন্ত ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন এ ধরনের অভিযান নিয়মিত করার চেষ্টা অব্যাহত থাকবে। মাদক সহ অপরাধ চক্রের সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে ন। আটককৃত মাদক ব্যবসায়ীদের আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসী জানান মাদক সেবীদের যন্রনায় তারা অতিষ্ঠ, নিত্য নতুন চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটলেও মুখ ফুটে কেউ কোন কিছু বলতে পারেনা।কারণ এদের শিকর অনেক গভীরে ।এদের বিরুদ্ধে কথা বললে নিজেরাই বিভিন্ন মামলা হামলার শিকার হতে পারেন।
Posted ৫:০৬ পূর্বাহ্ণ | রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin