
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
ভারতীয় পপ গায়ক ও সংগীত প্রযোজক ইয়ো ইয়ো হানি সিং ওরফে হানি সিং কোনো গডফাদার ছাড়াই বলিউডে এসেছিলেন।
তার আসল নাম হিরদেশ সিংহ। প্রথম সুযোগেই করেছিলেন বাজিমাত। খুব অল্প সময়ের মধ্যেই ইউটিউবার হানি হয়ে উঠেছিলেন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া প্রথম সারির গায়কদের একজন।
এবার দাম্পত্যজীবনে আনুষ্ঠানিক ইতি টানলেন বলিউডের জনপ্রিয় গায়ক ও র্যাপার হানি সিং। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সাবেক স্ত্রী শালিনী তলওয়ারকে ভরণপোষণ বাবদ দিয়েছেন ১ কোটি টাকা।
২০২১ সালে হানির বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ এনেছিলেন শালিনী। সাবেক স্বামী তাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করছেন বলে মামলায় উল্লেখ করেছিলেন শালিনী। আর্থিক প্রতারণার অভিযোগও ছিল মামলায়। মামলায় তিনি ২০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) হানি ও শালিনী দিল্লির সাকেত আদালতে বিচারের পর মধ্যস্থতায় আসেন। আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ হয়। বিচারক বিনোদ কুমারের উপস্থিতিতে হানি এক কোটি টাকার চেক তুলে দেন শালিনীর হাতে। জানা গেছে, মামলার পরবর্তী শুনানি হবে ২০২৩ সালের ২০ মার্চ। সেখানেই পরবর্তী প্রস্তাব নিয়ে কথা হবে।
প্রায় ২০ বছর ধরে ডেট করছিলেন তারা। ২০১১ সালের ২৩ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন হানি সিং ও শালিনী তলওয়ার। জানা গেছে, বিয়ের কিছুদিন পর থেকেই দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়। ২০২১ সালে দিল্লির এক আদালতে হানি সিং ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বিবাহবিচ্ছেদের মামলা করেন শালিনী।
Posted ৩:৪৮ পূর্বাহ্ণ | রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin