বৃহস্পতিবার ৫ই অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বিহারে বিএ পরীক্ষার প্রবেশ পত্রে প্রধানমন্ত্রী মোদি ও ধোনির ছবি!

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট

বিহারে বিএ পরীক্ষার প্রবেশ পত্রে প্রধানমন্ত্রী মোদি ও ধোনির ছবি!

একটি বিশ্ববিদ্যালয়ে বিএ তৃতীয় বর্ষের পরীক্ষায় বসার আবেদন পত্রে পায়া গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মহেন্দ্র সিং ধোনির ছবি। ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যে।

জানা গেছে, ভারতের বিহার রাজ্যের এক বিশ্ববিদ্যালয়ে বিএ তৃতীয় বর্ষের পরীক্ষার প্রস্তুতি শুরু হলে পরীক্ষার্থীদের অনলাইনে প্রবেশ পত্রের আবেদন করতে বলে কর্তৃপক্ষ। আবেদনপত্র জমা শেষ হলে তাতে অনুমোদন দিতে গিয়ে আবেদনকারীদের ছবি দেখে চমকে যান তারা। কারণ পরীক্ষা কেন্দ্রে ঢোকার অনুমতি পত্রে পরীক্ষার্থীদের ছবির জায়গায় জ্বলজ্বল করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মহেন্দ্র সিং ধোনির ছবি। এমনকি বিহার রাজ্যের রাজ্যপাল ফাগু চৌহানের ছবিও রয়েছে একটি আবেদনপত্রে।

 

ঘটনাটি কিছু পরীক্ষার্থীদেরই কুকীর্তি অনুমান করে ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ জানিয়েছেন।

এছাড়া প্রাথমিক তদন্তে জড়িত থাকা শিক্ষার্থীদের নাম জানতে পেরেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিহারের মধুবনী, সমস্তিপুর, বেগুসরাই জেলার বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে। প্রত্যেকটি কলেজই নারায়ণ মিথিলা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মুস্তাক আহমেদ জানিয়েছেন, এই ঘটনায় অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

মুস্তাক বলেছেন, ‘পরীক্ষার্থীদের অনলাইনে ফর্ম পূরণ করতে বলা হয়েছিল। যা আমাদের প্রবেশ পত্র তৈরির ডেটা সেন্টারে প্রক্রিয়াকরণ করার কথা ছিল। কিন্তু কিছু পরীক্ষার্থী অনলাইনে ফর্ম পূরণের সুযোগ নিয়ে দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন। তাদের উপযুক্ত শাস্তি হবে।’

 

সূত্র : আনন্দবাজার।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪০ অপরাহ্ণ | রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(151 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]