
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
ভেনিসে প্রদর্শিত হল মেরিলিন মনরোর জীবননির্ভর ছবি ‘ব্লন্ড’। মনরোর ভূমিকায় অভিনয় করেছেন কিউবার তারকা আনা দে আরমাস।
ছবিতে হলিউড অভিনেত্রীর জীবনের মর্মান্তিক চিত্রায়ন নিয়ে সমালোচনাও হয়েছে। একদল বলছেন ভালো, অন্যদল বলেছেন খারাপ।
ভেনিসে ছবির প্রিমিয়ারে ‘ব্লন্ড’ দেখে একদল রীতিমতো মনঃকষ্টেও ভুগছেন। তবে সকলেই প্রশংসা করেছেন আনা দে আরমাসের ‘ক্ষিপ্র’ অভিনয়ের। মনরোকে যথাযথভাবে ফুটিয়ে তুলেছেন পাশাপাশি রেখে গেছেন নিজের স্বাক্ষরও। পঞ্চাশ থেকে ষাটের দশকে আমেরিকার স্পন্দন ছিলেন মনরো। অভিনয়ে, গানে, মডেলিংয়ে তার উপস্থিতি মানুষের হৃদয়ে আবেগের দোলা দিত। মনরোর শৈশব জুড়ে ট্রমা, যৌন হেনস্থার মিছিল, পাশাপাশি বাড়তে থাকা প্রত্যাশা, স্বপ্ন। সব মিলিয়ে গায়ে কাঁটা দেয়া যাত্রাপথে প্রয়াত হলিউড অভিনেত্রীর জীবনের সঙ্গে সম্পৃক্ত হতে বাধ্য হন দর্শক। বাড়তে থাকে অস্বস্তিও।
নেটফ্লিক্স প্রযোজিত এ ছবি মুক্তি পেতেও অনেকখানি দেরি হয়েছে। তবে দেখা মাত্রই বোঝা গেল, এ বড় সহজ ফসল নয়। জয়েস ক্যারল ওটসের লেখা আধা-কাল্পনিক বইয়ের ওপর ভিত্তি করে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।
সূত্র: আনন্দবাজার
Posted ৩:৩৩ পূর্বাহ্ণ | রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin