
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
রাজধানীর যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকার আরবেন রেস্টুরেন্ট ও চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টার নামের রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের দেড় ঘণ্টার তৎপরতায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, আগুনে কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। তবে রেস্টুরেন্টটি সম্পূর্ণ পুড়ে গেছে।
এর আগে, ফায়ার সার্ভিস জানায়, রোববার সকাল ৭টায় যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় আরবেন রেস্টুরেন্ট ও চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতি জটিল হলে আরো তিনটি ইউনিট পাঠানো হয়।
Posted ৩:২৮ পূর্বাহ্ণ | রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin