
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
নেত্রকোনার দুর্গাপুরে স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে বিষপানে জোসনা আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত জোসনা দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউপির লক্ষ্মীপুর গ্রামের গোলাপ জহরের স্ত্রী।
জানা যায়, শনিবার সকালে স্বামীর সঙ্গে ঝগড়া করে বিষপান করেন জোসনা। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও রোববার ভোর ৫টার দিকে মারা যান তিনি।
দুর্গাপুর থানার ওসি মো. শিবিরুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
Posted ৭:০১ পূর্বাহ্ণ | রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin