মঙ্গলবার ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

টাইগারদের টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু কাল

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট

টাইগারদের টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু কাল

বিসিবির টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরামের অধীনে আসন্ন ত্রিদেশীয় সিরিজ এবং টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে আগামীকাল থেকে নিজেদের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

আজ ঢাকায় আসবেন ভারতের শ্রীরাম। এরপর একটি নির্দিষ্ট গ্রুপের সাথে অনুশীলন সেশন শুরু করবেন তিনি। ঐ গ্রুপে এশিয়া কাপ খেলা খেলোয়াড়দের সাথে থাকবে কিছু অতিরিক্ত খেলোয়াড়ও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এমনটাই জানা গেছে।

২০০৭ আসরে মূল পর্বে প্রথম জয়ের পর টি-২০ বিশ্বকাপে প্রথম জয় পেতে মরিয়া বাংলাদেশের জন্য একটি ভাল নির্বাচন করাই এবার মূল লক্ষ্য। বিশ্বকাপের মূল পর্বে ২০০৭ সালেই একমাত্র জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

মোহাম্মদ আশরাফুলের দুর্দান্ত ব্যাটিং নৈপুন্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেয়েছিলো বাংলাদেশ।

গত আসরে ঘাম ঝড়িয়ে বাছাইপর্বের বাঁধা পেরোতে পারলেও, পরের রাউন্ডে সব ম্যাচই হেরেছিল বাংলাদেশ। এবার অবশ্য সরাসরি মূল পর্বে খেলবে টাইগাররা।

আইসিসি নির্ধারিত সময়ের মধ্যেই আগামী ১৪ সেপ্টেম্বর বিশ্বকাপ দল ঘোষণা করা হবে। তবে বিশ্বকাপের জন্য দল ঘোষণার আগে খেলোয়াড়দের তিন দিনের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প করাবেন শ্রীরাম।

আগামী ৩০ সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ।বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাবে টাইগাররা। সেখানে পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ।

বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, বিশ্বকাপের প্রস্তুতির প্লাটফর্ম হবে না ত্রিদেশীয় সিরিজ। তবে টুর্নামেন্টটিকে গুরুত্বসহকারে নেয়া হবে।

তিনি বলেন, ত্রিদেশীয় সিরিজে কোন পরীক্ষা-নিরীক্ষা হবে না। আমরা আমাদের সেরা ফলাফল অর্জনের জন্য সিরিজটি খেলবো।

ত্রিদেশীয় সিরিজের পর অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে সপ্তাহব্যাপী কন্ডিশনিং ক্যাম্প করা কথা ছিল বাংলাদেশের। কিন্তু খেলোয়াড়দের ঠাসা সূচীর কথা মাথায় রেখে ক্যাম্প না করার সিদ্বান্ত নেয়া হয়েছে।

তবে টি-২০ বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৭ ও ১৯ অক্টোবর যথাক্রমে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচ টাইগারদের।

২৪ অক্টোবর হোবার্টে গ্রুপ-এ’র রানার্স-আপ হয়ে সুপার টুয়েলভে উঠা দলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ২৭ অক্টোবর সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে টাইগাররা। এরপর ৩০ অক্টোবর ব্রিজবেনের গাব্বাতে ‘গ্রুপ’-বির চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ২ নভেম্বর ভারতের বিপক্ষে এবং ৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে তারা। দু’টি ম্যাচই হবে অ্যাডিলেডে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৫ পূর্বাহ্ণ | রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]