বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রানির ছবি দেওয়া নোট-মুদ্রাগুলোর কী হবে?

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট

রানির ছবি দেওয়া নোট-মুদ্রাগুলোর কী হবে?

গত বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। হাতবদল হয়েছে ক্ষমতার। হাতবদল হয়েছে সম্পত্তি। এমনকি কোহিনুরও। এবার রানির প্রয়াণে বদলাতে চলেছে ব্রিটেনের নোট-মুদ্রা।

হিসাব অনুসারে, কয়েক শ কোটি পাউন্ডের নোট আর কয়েন এবার বদলে ফেলতে হবে ব্রিটেনকে। কারণ সেগুলোতে রয়েছে রানির প্রতিকৃতি।

 

৭০ বছর ধরে ব্রিটেনের মুদ্রায় বিরাজ করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তার বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মুদ্রায় বদলেছে তার প্রতিকৃতি।

ব্রিটেনের নোটে রানির ছবি রয়েছে ৬০ বছর ধরে। এর আগে কোনো ব্রিটিশ শাসকের ছবি এত বছর ধরে মুদ্রা বা নোটে ছিল না।

১৯৫২ সালে অভিষেক হয় রানির। ১৯৫৩ সাল থেকে যুক্তরাজ্যের কয়েনে রয়েছেন রানি। তার পাঁচ রকম প্রতিকৃতি দিয়ে পাঁচ ধরনের কয়েন তৈরি হয়। তখন থেকেই মুদ্রায় স্থান পেয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

 

১৯৬৯ সাল থেকে যুক্তরাজ্যে রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি ছাপা নোট চালু হয়। তার আগ পর্যন্ত এলিজাবেথের বাবা ষষ্ঠ জর্জের ছবি ছাপা নোট চালু ছিল সে দেশে।

ব্রিটেনে নোট ছাপার দায়িত্বে রয়েছে ব্যাংক অব ইংল্যান্ড। আর মুদ্রা তৈরি করে রয়্যাল মিন্ট (টাঁকশাল)। এবার তাদের সামনে বড় ধরনের দায়িত্ব। রানির প্রতিকৃতি দেওয়া মুদ্রা আর নোট বাজার থেকে তুলে নিতে হবে। এর পরিবর্তে রাজা তৃতীয় চার্লসের প্রতিকৃতি দেওয়া নতুন মুদ্রা আর নোট ছাপিয়ে তা চালু করতে হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১:৫৫ অপরাহ্ণ | রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(217 বার পঠিত)
(194 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]