
নিজস্ব প্রতিবেদক: | সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
রাজধানীর উত্তরায় মোটরসাইকেলের ধাক্কায় মো. গোলজার হোসেন (৫৫) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন।
রোববার রাত ৮টার দিকে উত্তরার পশ্চিম থানার ১০ নম্বর সেক্টরের ১০ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার আব্দুর রউফের ছেলে গুলজার। তিনি উত্তরার দিয়াবাড়ি এলাকায় থাকতেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
গোলজারের চাচাতো ভাই বিপ্লব বলেন, গত রাত ৮টার দিকে আমার ভাই রিকশা চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ পিছন থেকে একটি মোটরসাইকেল রিকশাটিতে সজোরে ধাক্কা দেয়। এতে গোলজার সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে আমরা তাকে উদ্ধার করে উত্তরা বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাই। পরে অবস্থার অবনতি হলে দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, গোলজারের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
ডিএমপি’র উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন রিকসা চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ৬:৪৭ পূর্বাহ্ণ | সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin