
নিজস্ব প্রতিবেদক: | সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
গাজীপুরের জয়দেবপুরে করিমন নেছা নামে এক গৃহবধূকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালামকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১২ সেপ্টেম্বর) বিচারপতি এস এম জাকির হোসেন এবং বিচারপতি জহিরুল হকের দৈত বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে ২০১৭ সালের ৩১ জানুয়ারি অতিরিক্ত দায়রা জজ আদালত আবুল কালাম ওরফে কালুকে মৃত্যুদণ্ড দেন।
ওই রায়ের বিষয়ে উচ্চ আদালত বলেন, অনুমানের উপর ভিত্তি করে বিচারিক আদালত এই রায় দিয়েছিল যা গ্রহণযোগ্য নয়।
জানা গেছে, চান্দপাড়া এলাকার করিমন নেছা নামে এক নারীর সঙ্গে জনৈক চান মিয়ার বিয়ে হয়। এ সংসারে তাদের একটি ছেলে এবং একটি মেয়ে সন্তান হয়। এক পর্যায়ে করিমন নেছা একই এলাকার কালুর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে চান মিয়াকে তালাক দেয়। এরপর করিমন নেছা তার ভাইয়ের বাড়িতে চলে আসে। এক পর্যায়ে ১৯৯৯ সালে ১২ জানুয়ারি করিমন নেছা তার অপর বোনের বাড়ি থেকে ইফতার করে ভাইয়ের বাড়িতে ফেরার পথে নিখোঁজ হয়।
পরে ২৫ জানুয়ারি দুপুরে চান্দপাড়া এলাকার একটি পুকুরের থেকে করিমন নেছার লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে ওই দিনই নিহতের ভাই সফি উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে জয়দেবপুর থানায় মামলা করেন।
পুলিশ তদন্ত করে চারজনকে অভিযুক্ত করে ২০০৪ সালের ৩ জুন আদালতে চার্জশিট দাখিল করে।
৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া আবুল কালামকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
রায়ে একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অন্য একটি ধারায় কালুকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং আরও তিন হাজার টাকা জরিমানা করা হয়। তবে এ মামলার অন্য তিন আসামিকে খালাস দেন আদালত।
কালু গাজীপুর সিটি করপোরেশনের চান্দপাড়া এলাকার মান্নান ওরফে মনা চৌধুরীর ছেলে।
খালাসপ্রাপ্তরা হলেন- একই এলাকার কান্দুর আলীর ছেলে ফজলুল হক, নাসির আলী গাইনের ছেলে নাজিম উদ্দিন ওরফে নজুমদ্দিন ও জালাল উদ্দিন।
Posted ৭:৫১ পূর্বাহ্ণ | সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin