বৃহস্পতিবার ৫ই অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ছাত্রদলের ৩০২ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে জবির ১৪ জন

জবি প্রতিনিধি:   |   সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট

ছাত্রদলের ৩০২ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে জবির ১৪ জন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ৩০২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে পদ পেয়েছেন ১৪ ছাত্রনেতা।

রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

নয়া কেন্দ্রীয় কমিটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ১৪ পদধারী নেতারা হলেন, সহ-সভাপতি সাইফুল ইসলাম সিয়াম, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে পদ পেয়েছে ১১ জন তারা হলেন মোঃ সালাউদ্দিন, আবুল খায়ের ফরাজি, জুয়েল মূর্ধা, সুমিত রহমান, জাহিদ হোসেন, বাবু ভুঁইয়া, তাহসান রেজা, রাকিবুল হাসান অয়ন, জকির উদ্দিন আবির, সাইফুল হক তাজ ও কাজী জিয়া উদ্দিন বাসেত, সহ সম্পাদক হিসেবে রয়েছে রাজ্জাকুর রহমান রাজ ও সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক নয়ন বাছার। কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়া একাধিক ছাত্রনেতারা সামজিক যোগাযোগ মাধ্যমে কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

জগন্নাথ থেকে ১৪ ছাত্রনেতা কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়া নিয়ে আনন্দ প্রকাশ করে জবি ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একঝাক পরীক্ষিত সৈনিককে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি জাতীয়তাবাদী ছাত্রদলের সংগ্রামী সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবন ও বিপ্লবী সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ভাইয়ের প্রতি। আসন্ন দেশমুক্তির আন্দোলনে সকল সহযোদ্ধারা অগ্রনী ভূমিকা পালন করবে সেই প্রত্যাশা রাখছি।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৪৭ অপরাহ্ণ | সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]