
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
ইতালিয়ান সিরি ‘আ’ লিগে গত রাতে মাঠে নেমেছিল জুভেন্টাস ও সালের্নিতানা। ঘরের মাঠে ২-২ গোল ড্র করেছে জুভেন্টাস। ম্যাচে লাল কার্ড দেখেছেন চারজন। তবে সবচেয়ে আলোচনা হচ্ছে জুভেন্টাস তারকা আর্কাডিউস মিলিকের পাওয়া লাল কার্ড নিয়ে।
নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সালের্নিতানার জালে বল পাঠান জুভেন্টাসের মিলিক। দলকে ৩-২ গোলে এগিয়ে দিয়েছেন ভেবে জার্সি খুলে উদযাপনে মাতেন তিনি। বিষয়টি ভালোভাবে নেননি রেফারি। জার্সি খুলে উদযাপন করায় মিলিককে হলুদ কার্ড দেখান। এর আগে আরেকটি হলুদ কার্ড থাকায় দ্বিতীয় হলুদ কার্ডটি পরিণত হয় লাল কার্ডে। ফলে মাঠ ছাড়তে হয় মিলিককে।
মিলিকের করা সেই গোলটি পরে বাতিল হয়ে যায়। কারণ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভার) রিপ্লেতে দেখা যায়, মিলিকের সেই গোলটি অফসাইড ছিল। গোলটি বাতিল হলেও বহাল থাকে লাল কার্ড। মিলিকের পর লাল কার্ড দেখেন জুভেন্টাসের হুয়ান গিয়ের্মো কুয়াদ্রাদো। বাদ যাননি জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আল্লেগ্রিও।সালের্নিতানার ফেদেরিকো ফ্যাজিও দেখেন লাল কার্ড।
Posted ১:২৯ অপরাহ্ণ | সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin