
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশকে ছুরিকাঘাত ও গুলি করে পালিয়ে যাওয়া বাবা-ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে গাজীপুর জেলার টঙ্গী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেপ্তারকৃতদের নবীনগরে আনা হচ্ছিল। পুলিশ জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে জানানো হবে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের মৃত সুধন মিয়ার ছেলে মো. মন্নাফ (৫০) ও তার ছেলে শিপন (৩০) এবং তাদের সহযোগী শরীফুল ইসলাম। এর মধ্যে মন্নাফের বিরুদ্ধে চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণসহ ১৫টি মামলা রয়েছে। শিপনও একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন ও নবীনগর থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ার কালের কণ্ঠকে জানান, তাদেরকে গ্রেপ্তারে একটি অভিযান চলমান। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
বৃহস্পতিবার রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদের নেতৃত্বে এক অভিযানে মন্নাফকে আটক করা হয়। এ সময় পুলিশকে ছুরিকাঘাত করে মন্নাফ পালিয়ে যায়। এ সময় তার সহযোগীরা পুলিশের ওপর গুলি চালালে পরিদর্শক সোহেল আহমেদ ও উপপরিদর্শক রনি সোরে রানা আহত হন। আত্মরক্ষার্থে পুলিশও চার রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়।
Posted ২:০৫ অপরাহ্ণ | সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin