
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
করোনাভাইরাসের কারণে আটকেপড়া চীনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিতে ৬টি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে চীন।
রোববার (১১ সেপ্টেম্বর) ঢাকায় চীনের দূতাবাস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গত ৭ আগস্ট বাংলাদেশ সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’কে এ বিষয়ে অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তখন ওয়াং ই শিগগির বাংলাদেশের শিক্ষার্থীদের চীনের ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দেন।
তার ওই ঘোষণার কয়েকদিন পর থেকেই বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা দিতে শুরু করে ঢাকায় চীনের দূতাবাস।
রোববার চীনা দূতাবাস জানায়, চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ৩টি চার্টার্ড ফ্লাইট ঢাকা থেকে ২৬ সেপ্টেম্বর, ১০ অক্টোবর ও ২৪ অক্টোবর কুনমিং যাবে। এছাড়া চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের আরও তিনটি ফ্লাইট ঢাকা থেকে ২৮ সেপ্টেম্বর, ১২ অক্টোবর ও ২৬ অক্টোবর গুয়াংজু যাবে।
চীন দূতাবাস জানায়, বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে চায় তারা।
Posted ৫:০৮ পূর্বাহ্ণ | সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin