
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে নৌযান ভেড়ানোর জন্য নির্মাণ করা ল্যান্ডিং স্টেশনের এক প্রান্ত ভেঙে পড়ে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা ছয় জেলেকে নদী থেকে জীবিত উদ্ধার করে স্থানীয়রা।
উদ্ধার হওয়া জেলেরা হলেন মো. ইসমাইল, নুরু উদ্দিন, শাহীন, শামীম ও রুহুল আমিন। তাদের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের বিভিন্ন গ্রামে। তবে এ ঘটনায় কোনো জেলে গুরুতর আহত না হলেও ট্রলারডুবিতে জেলেদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন জেলেরা। আজ সোমবার দুপুর ১টার দিকে হাজিরহাট ইউনিয়নের মেঘনা নদীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাটি নিশ্চিত করে ডুবে যাওয়া ট্রলারের মালিক ইসমাইল মাঝি জানান, ট্রলারটি নদী থেকে মাছ ধরা শেষ করে ল্যান্ডিং স্টেশনের সাথে দড়ি দিয়ে বাঁধা ছিল। এ সময় ট্রলারের মালিকসহ অপর পাঁচ জেলে ওই ট্রলারে ছিলেন। হঠাৎ বিকট শব্দে ল্যান্ডিং স্টেশনের শেষ প্রান্ত ভেঙে ট্রলারের ওপর পড়লে ট্রলারটি ভেঙে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা জেলেরাও ডুবে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় ছয় জেলেকে জীবিত উদ্ধার হয়। এতে ট্রলার, জালসহ আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয় বলে দাবি করেন ইসমাইল মাঝি।
মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, মাছ ধরতে গিয়ে নিখোঁজ বা মৃত হলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায়। ট্রলার ডুবে গেলে বা ভেঙে গেলে ক্ষতি পূরণের ব্যবস্থা নেই।
মনপুরা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, ‘ভেঙে যাওয়া ল্যান্ডিং স্টেশন সংস্কারসহ মেঘনা থেকে ভেঙে যাওয়া অংশ উদ্ধারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়াও ক্ষতিগ্রস্ত জেলেদের ক্ষতিপূরণের ব্যবস্থার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে।
Posted ২:১৬ অপরাহ্ণ | সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin