মঙ্গলবার ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এশিয়া কাপে ব্যাট-বলে সেরা যারা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট

এশিয়া কাপে ব্যাট-বলে সেরা যারা

রোববার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে ষষ্ঠবারের মত এশিয়া কাপের শিরোপা ঘরে তুলে শ্রীলংকা। এর মধ্য দিয়ে পর্দা নামে এবারের জমজমাট আসরের।

এবার দারুণ উপভোগ্য আর রুদ্ধশ্বাসে ভরা কিছু ম্যাচ দিয়ে সাজানো ছিল এবারের এশিয়া কাপ। এর সংগে দেখা গেল ব্যাট-বলে ভালো পারফর্ম করে উঠে আসা অনেককে।

সেখান থেকেই বাছাই করে তুলে নিয়ে আসা হয়েছে সেরা ১০ জনকে। অবশ্য এ দলে নেই বাংলাদেশের কেউ। থাকারও কথা না। কারণ, বাংলাদেশ গ্রুপ পর্ব থেকেই আউট হয়ে যায়। বলার মতো সেরকম কোনো পারফর্ম ও কেউ করেনি।

স্বভাবত ফাইনাল পর্যন্ত খেলা দুই দলের ক্রিকেটারদেরই প্রাধান্য বেশি হবে এই সেরা ১০ এ। ব্যাটিংয়ে সেরা পাঁচজনের মধ্যে দুইজনই লংকান, বোলিংয়ে পাকিস্তানের আছেন তিনজন।

এবারের এশিয়া কাপে সবচেয়ে বেশি রান এসেছে পাকিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে। ৬ ম্যাচে ৩ ফিফটিসহ ২৮১ রান। তার সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ৭৮ রানের।

দুইয়ে আছেন সুপার ফোর থেকে বাদ পড়া ভারতের ব্যাটার বিরাট কোহলি। ৫ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ২ ফিফটিতে ২৭৬ রান। সর্বোচ্চ অপরাজিত ১২২।

বোলিংয়ে শীর্ষে থেকে শেষ করেছেন ভারতের পেসার ভুবনেশ্বর কুমার। ৫ ম্যাচে ৬.০৬ ইকোনমিতে ১১ উইকেট নিয়েছেন তিনি।

৬ ম্যাচে ৭.৩৯ ইকোনমিতে ৯ উইকেট নিয়ে দুই নম্বরে আছেন শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

তবে তিন থেকে পাঁচ পর্যন্ত অবস্থানই দখলে পাকিস্তানী বোলারদের।

ব্যাট-বলে এশিয়া কাপের সেরা ১০

ব্যাটিংয়ে সেরা ৫
১. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান): ৬ ম্যাচে ৩ ফিফটিতে ২৮১, সর্বোচ্চ ৭৮*
২. বিরাট কোহলি (ভারত): ৫ ম্যাচে ১ সেঞ্চুরি, ২ ফিফটিতে ২৭৬, সর্বোচ্চ ১২২*
৩. ইব্রাহিম জাদরান (আফগানিস্তান): ৫ ম্যাচে এক ফিফটিতে ১৯৬, সর্বোচ্চ ৬৪*
৪. ভানুকা রাজাপাকসে (শ্রীলঙ্কা): ৬ ম্যাচে এক ফিফটিতে ১৯১, সর্বোচ্চ ৭১*
৫. পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা): ৬ ম্যাচে ২ ফিফটিতে ১৭৩, সর্বোচ্চ ৫৫*

বোলিংয়ে সেরা ৫
১. ভুবনেশ্বর কুমার (ভারত): ৫ ম্যাচে ১১ উইকেট, ৬.০৬ ইকোনমি, সেরা ৫/৪
২. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা): ৬ ম্যাচে ৯ উইকেট, ৭.৩৯ ইকোনমি, সেরা ৩/২১
৩. মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান): ৬ ম্যাচে ৮ উইকেট, ৫.৮৯ ইকোনমি, সেরা ৩/৫
৪. শাদাব খান (পাকিস্তান): ৫ ম্যাচে ৮ উইকেট, ৬.০৫ ইকোনমি, সেরা ৪/৮
৫. হারিস রউফ (পাকিস্তান): ৬ ম্যাচে ৮ উইকেট, ৭.৬৫ ইকোনমি, সেরা ৩/২৯।

Facebook Comments Box
advertisement

Posted ১:২১ অপরাহ্ণ | সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]