
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
অস্ট্রেলিয়ায় মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। ৭৭ বছর বয়সী এক বৃদ্ধকে হত্যার ঘটনায় সন্দেহের তীর বুনো ক্যাঙারুর দিকে গেছে। বিবিসি জানিয়েছে, বুনো ক্যাঙারুটি ওই বৃদ্ধের পোষ্য ছিল।
আজ স্থানীয় সময় মঙ্গলবার অস্টেলিয়ার পুলিশ জানিয়েছে, ৮৬ বছরের মধ্যে এই প্রথমবার সে দেশে এ ধরনের মারাত্মক ক্যাঙারু আক্রমণের ঘটনার খবর পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের রেডমন্ডের একটি বাড়িতে আহত অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করেন তার এক আত্মীয়। বৃদ্ধের গায়ে একাধিক আঘাতের চিহ্ন ছিল। সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্স ডাকা হয়। অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে আসার আগেই ওই ব্যক্তি মারা যান।
স্থানীয় পুলিশের মুখপাত্র জানিয়েছেন, তারা নিশ্চিত ওই ব্যক্তিকে ক্যাঙারু আক্রমণ করেছিল। মুখপাত্র বলেছেন, অ্যাম্বুল্যান্স কর্মীরা যখন ওই ব্যক্তিকে উদ্ধার করতে গিয়েছিলেন, তখন তাদের বাধা দিয়েছিল ওই ক্যাঙারু।
Posted ৮:১৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin