
মোঃ নাজমুল হক,: | মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
গাজীপুরের কালিয়াকৈরে প্রায় ৭০ জন পোশাক শ্রমিকদের ৭ দিনের সাময়িক বরখাস্ত করে প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছে এমন অভিযোগ করেছেন শ্রমিকরা। ঘটনাটি ঘটেছে কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় লিংক টেক্স স্পোর্টসওয়ার লিমিটেড পোশাক কারখানায়।
১৩ আগষ্ট মঙ্গলবার সকালে পোশাক কারখানায় গেটে শ্রমিকের প্রবেশকালে নিরাপত্তাকর্মী বাঁধা প্রদান করে এবং শ্রমিকদের একাংশকে কারখানা ক্যান্টিনে আটকে রাখে বলেও অভিযোগ করেছেন শ্রমিকেরা।
শ্রমিকেরা জানান, শিল্পপুলিশের সহযোগিতায় শ্রমিকদের কারখানা থেকে অবমুক্ত করা হয়। শ্রমিকরা আরো জানান, তাদের সাপ্তাহিক ছুটি প্রদান করা হয় না। এমনকি অতিরিক্ত কর্ম মজুরী প্রদান করা হয় না।
অসুস্থ হলেও কোন ছুটি পায়না শ্রমিকেরা। অসুস্থ্য হয়ে কাজে এসে ছুটি চাইলেও অনুপস্থিত দেখানো হয়। আর সেকারণে মাসিক পাওয়া বেতন আটকিয়ে রাখা হয়। যার ফলে শ্রমিকরা প্রতিষ্ঠানের প্রতি দাবি জানায়,তাদের অনুপস্থিত দিনের কারণে পুরো মাসের বেতন আটকিয়ে না রাখার জন্য। শ্রমিকদের দাবি প্রকাশ করায় তাদেরকে ১ সপ্তাহের সাময়িক বরখাস্ত দেখিয়ে কৌশলে বের করে দেয়া হয়েছে।
এবিষয়ে লিংক টেক্স স্পোর্টসওয়ার লিমিটেডের গেটে গিয়ে প্রশাসনিক কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে নিরাপত্তারক্ষী ও টাইম কিপার মুঠোফোনে জানায়, প্রতিষ্ঠানে কেউ নেই সবাই হেড অফিসে চলে গেছে। প্রতিষ্ঠানের ভেতরে অবস্থানরত শিল্পপুলিশের কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনিও যোগাযোগ করেননি।
পরক্ষণেই ওই প্রতিষ্ঠানে শিল্পপুলিশের উর্ধতন কর্মকর্তা প্রবেশ করেন। নিরাপত্তার্মীর কাছে ওই কর্মকর্তার সাথে যোগাযোগ করাতে বললে নিরাপত্তা রক্ষী আপত্তি জানিয়ে বিদায় করে দেয়। এটা তাদের কাজ নয় বলে। এদিকে প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা মুক্তারুজ্জামানের মুঠোফোনে ৩ বার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
Posted ৯:৩৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin