
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ডিবেটিং সোসাইটির ‘পঞ্চম ডিবেটর সার্চ- ২০২’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইংরেজি বিভাগ। সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী নাবিহা তাবাসসুম টথী।
সোমবার (১২সেপ্টেম্বর) বিকাল ৩টায় বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এর ফাইনাল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সরকারি দল হিসেবে ইংরেজি বিভাগ এবং বিরোধী দল হিসেবে ফার্মেসী বিভাগ অংশগ্রহণ করে। বির্তক শেষে আলোচনাসভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে ডিবেটিং সোসাইটির সভাপতি আল নাঈমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন।
সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক সহযোগী অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, ডিবেটিং সোসাইটির মডারেটর মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মঈনুল হাসান, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহবুব এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মেহেদী হাসান শাহারিয়ার।
Posted ৬:৩৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin