
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
জামালপুর শহরের তেঁতুলিয়া এলাকায় খোরশেদা বেগম নামে ৬০ বছর বয়সী এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে।
মঙ্গলবার ভোরে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত খোরশেদা শহরের তেঁতুলিয়া এলাকার নাজিম উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সোমবার রাতে ঘরে ঢুকে খোরশেদাকে শ্বাসরোধে হত্যা করেন নিজের ছোট ভাই শাহীন, ফকির চাঁনসহ স্বজনরা। পরে ভোরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
জামালপুর থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, খোরশেদার বাবা ও স্বামীর বাড়ি পাশাপাশি। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে হত্যাকাণ্ড কে বা কারা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।
ওসি আরো বলেন, এ ঘটনায় নিহতের স্বামী ৭০ বছর বয়সী নাজিম উদ্দিন ও ভাই শাহীনকে আটক করা হয়েছে। মরদেহটি জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
Posted ৫:৫১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin