
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাফিজা আক্তার নামে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। শিশু নাফিজা হবিগঞ্জের চুনারুঘাটের শাহজাহান মিয়ার মেয়ে। সে তার দাদা ফচু মিয়ার বাড়িতে থেকে পড়ালেখা করত। সে নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
নাফিজার দাদা ফচু মিয়া জানান, বেলা পৌনে ১১টার দিকে ধুন্দল তুলতে মামার সঙ্গে ঘরের চালায় ওঠে নাফিজা। চালার ওপর ওঠতেই বিদ্যুতের তারের স্পর্শে সে বিদ্যুতায়িত হয়। পরে ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Posted ৬:৫৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin