
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ওমর আলী (৪৫) নামে এক ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মামলায় আটক দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেন।
এর আগে রোববার (১১ সেপ্টেম্বর) রাতে তেঁতুলিয়া সদর ইউনিয়নের সিদ্দিকনগর গ্রামে তার বাড়ি থেকে ওমর আলীকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, অভিযুক্ত ওমর আলী লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের সুমারপাড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। তবে দীর্ঘদিন ধরে তিনি তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের সিদ্দিকনগর এলাকায় বসবাস করছেন। তিনি পেশায় ভ্যানচালক।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার নানির অসুস্থতার কথা শুনে সকালে শিশুটি মা ও বোনের সঙ্গে সিদ্দিকনগর এলাকায় যায়। সন্ধ্যায় বড় বোনকে সঙ্গে নিয়ে অভিযুক্তের মেয়ের সঙ্গে ওমর আলীর বাড়িতে খেলা করছিল। একপর্যায়ে ওমর আলী তার মেয়ে ও ভুক্তভোগীর বড় বোনকে অন্য কাজে বাড়ির বাইরে পাঠায়। এ সময় শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে ওমর। পরে ভুক্তভোগী শিশুটি চিৎকার দিয়ে দৌড়ে বাড়িতে গিয়ে তার মায়ের কাছে সব খুলে বলে।
এরপর স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করে রাতেই তেঁতুলিয়া মডেল থানায় ওমর আলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে শিশুটির পরিবার।
এদিকে অভিযোগের পরপরই ওমর আলীকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
Posted ৬:১৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin