
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
শেরপুরে ধানক্ষেতের আইলের পাশ থেকে আবুল হাশেম উদ্দিন নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউপির তালুকপাড়া গ্রামের নিজ ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাশেম ওই এলাকার ছাবেদ আলী ছেলে।
শেরপুর সদর থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, আবুল হাসেমের এক ছেলে ও এক মেয়ে। তারা স্বামী-স্ত্রী দুজনেই বাড়িতে থাকেন। আর আবুল হাসেম বাড়িতে কৃষি কাজ করেন। রোববার দুপুরে বাড়ি থেকে সার কেনার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। এরপর থেকেই তার কোনো হদিস পাওয়া যায়নি।
দুপুরে তার মরদেহ ধানক্ষেতের আইলের পাশে পড়ে থাকতে দেখেন নিহতের ভাতিজি পপি আক্তার। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরো বলেন, নিহতের নাক ও মুখ দিয়ে রক্ত দেখা যাচ্ছে। মরদেহের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ৪:০০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin