
নিজস্ব প্রতিবেদক: | মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় আনিসুর রহমান নামে এক অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিসুর উপজেলার খলিশ্বর এলাকার আজিজুর রহমানের ছেলে।
জানা যায়, বেলা ১১টার দিকে জিয়ানগর বাজার থেকে অটোভ্যানযোগে বাড়ি ফিরছিলেন আনিসুর। পথে মর্তুজাপুর এলাকায় পৌঁছলে একটি ট্রাক ভ্যানে ধাক্কা দেয়। এতে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বগুড়ার দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার পরপরই ট্রাক নিয়ে পালিয়ে যান চালক। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে মরদেহ।
Posted ৮:০১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin