
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
ঢাকাই সিনেমার আলোচিক নায়িকা পরিমণির পর এবার এবার মা হতে যাচ্ছেন আরকে জনপ্রয়ি অভিনেত্রী মাহিয়া মাহি। এই খবরে বেশ উচ্ছ্বসিত শাহীম মুহাম্মদ রাজ্যের মা পরিমণি।
সোমবার রাতে এক ফেসবুক পোস্টে এ মা হওয়ার তথ্য জানিয়েছেন মাহি। তিনি লিখেছেন, ‘আমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিনরাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ, আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
মাহির মা হওয়ার সংবাদে আনন্দিত পরীমণি। জানিয়েছেন অভিনন্দন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরীমিন মাহিকে অভিনন্দন জানিয়ে লেখেন, কনগ্রাচুলেশন মাহিয়া মাহি সরকার। দল ভারী হয়ে গেল আমাদের লালালা। বাজি ফাটাবো শুধু বাজিইইই…। অনেক দোয়া, অনেক ভালোবাসা।
প্রসঙ্গত, গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রাকিবের (সোশ্যাল মিডিয়ায় রাকিব সরকার) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ।
Posted ৬:৪০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin