
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
নওগাঁর ধামইরহাটে মায়ের সঙ্গে অভিমান করে সিয়াম হোসেন নামে ১১ বছর বয়সী এক মাদরাসাছাত্র ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার সকালে ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের কাজীপুর সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সিয়াম একই এলাকার মো. আলমগীর কবিরের ছেলে।
আড়ানগর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোসাদ্দেকুর রহমান জানান, সকালের খাবার খেয়ে বাড়ি থেকে মাদরাসা যাওয়ার কথা বলে বের হয় সিয়াম। পরে মাদরাসার পেছনের একটি আম গাছের সঙ্গে তার ফাঁস লাগানো ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। ধারণা করা হচ্ছে, সে মায়ের ওপরে অভিমান করে আত্মহত্যা করেছে।
ধামইরহাট থানার ওসি মো. মোজাম্মেল হক কাজী জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
Posted ২:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin