
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
রাজধানীর ভাটারায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে ভাটারা থানাধীন কুড়িল কাজী বাড়ি জামে মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
গ্রেফতার ঐ ব্যক্তির নাম মো. ইয়াসিন সরকার (২৮)। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার গোবিন্দপুর গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে ইয়াসিন সরকার।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত দুটি মোবাইল ফোন, তিনটি দুবাইয়ের সিম কার্ড, পাঁচটি বই, কিছু দিরহাম ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
এটিইউ এর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মো. আসলাম খান জানান, ইয়াসিন সরকার ‘আনসার আল ইসলাম’ এর সক্রিয় সদস্য ও সমর্থক। সে ও তার সহযোগীরা দেশে চলমান গণতান্ত্রিক ব্যবস্থা উচ্ছেদ করে যেকোনো মূল্যে কথিত ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে আসছিল। ইয়াসিন অনলাইনে তার সহযোগী অন্যান্য আইডির সঙ্গে যোগাযোগের মাধ্যমে জিহাদ এবং রাষ্ট্রবিরোধী পরিকল্পনা করত।
এরা ফেসবুক আইডি ও ম্যাসেঞ্জারসহ বিভিন্ন অ্যাপ ব্যবহার করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, হত্যা, জনমনে ত্রাস, ভীতি, দেশে অস্থিরতা, সাইবার স্পেসের মাধ্যমে প্রচার-প্রচারণা ও জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পরিকল্পনা করে আসছিল।
গ্রেফতার ইয়াসিন সরকার আলীর বিরুদ্ধে ডিএমপির ভাটার থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
Posted ৭:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin