
নিজস্ব প্রতিবেদক: | মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
নিম্নচাপের প্রভাবে গতকাল সোমবার থেকেই রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীতে হচ্ছে থেমে থেমে বৃষ্টি। আর সড়কের খানাখন্দে বৃষ্টির পানি জমে থাকায় যানবাহন ধীরগতিতে পার হচ্ছে।
এ পরিস্থিতিতে মঙ্গলবার সকাল থেকেই নগরবাসীকে প্রচণ্ড যানজটের কবলে পড়তে হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থেকেও গন্তব্যে পৌঁছানো যাচ্ছে না।
যানজট প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল বলেন, গাজীপুরমুখী পুরো সড়ক অনেকটা স্থবির হয়ে গেছে। দশ-পনেরোটা করে গাড়ি পাস করতে আমাদের আধাঘণ্টারও বেশি সময় লাগছে৷
তিনি বলেন, ঐ অংশে সড়কের উন্নয়ন কাজ মামলা সংক্রান্ত জটিলতায় বন্ধ রয়েছে। ফলে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
এদিকে বিমানবন্দর সড়কে সিঙ্গেল লেনে গাড়ি চলাচল যানজট বাড়ার অন্যতম কারণ বলে জানিয়েছেন মাসুদ মাহফিল নামের এক পথচারী।
তার মতে, বৃষ্টির কারণে সড়কের পাশে পানি জমে গেছে। এরপর উন্নয়ন কাজের জন্য ব্যস্ততম এ রাস্তায় গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এতে আমাদের দৈনিক বেশ কয়েক ঘণ্টা সড়কেই কাটাতে হচ্ছে। এতে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশেষ করে যারা ফার্মগেট-মহাখালী হয়ে উত্তরার দিকে যাচ্ছেন কিংবা মালিবাগ-রামপুরা-বাড্ডা হয়ে এয়ারপোর্ট রোডের দিকে যাচ্ছেন, তাদের আজ তীব্র যানজট পোহাতে হচ্ছে।
এদিকে আজ সারাদিন থেমে থেমে বৃষ্টি হবে। এ বৃষ্টিপাত সারাদেশেই হবে বলে আবহাওয়া অফিদফতর সূত্রে জানা গেছে।
Posted ৭:৩০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin