
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
রানির ছবি তোলা ছিল সম্মানের এবং একটি বিশেষ অধিকারের বলে মন্তব্য করেছেন জনসাধারণের জন্য রানি দ্বিতীয় এলিজাবেথের সর্বশেষ ছবি তোলার কারিগর।
পিএ মিডিয়া ফটোগ্রাফার জঁ বার্লো রানির মৃত্যুর দু’দিন আগে মঙ্গলবার নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে রানির সাক্ষাতের সময় ছবি তুলেছিলেন।
জঁ বার্লো বেশ কিছু অনুষ্ঠানে রানির ছবি তুলেছেন। তিনি বলেছেন, লিজ ট্রাস আসার আগমুহূর্ত পর্যন্ত কথা বলার সময় বেশ হাসিখুশি ছিলেন রানি। রানি ওই সময় আবহাওয়া এবং পরিবেশ কতটা অন্ধকার রয়েছে তা নিয়ে কথা বলেছিলেন। শারীরিকভাবে তিনি নাজুক থাকলেও বেশ ফুরফুরে মেজাজে ছিলেন।
বার্লো ছয় বছর ধরে পিএ মিডিয়ায় কাজ করছেন। তিনি বলেছেন, চলতি বছরের জুনে যখন তিনি রানির ছবি তোলেন, ওই সময় রানি আরো সুস্থ ছিলেন। এর আগের বছরও রানির হাস্যোজ্জ্বল ছবি তুলেছেন তিনি।
সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের স্মরণে এক মিনিট নীরবতা পালন করবে যুক্তরাজ্য। গতকাল সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাসের মুখপাত্র বলেন, ১৮ সেপ্টেম্বর জাতীয়ভাবে এ স্মরণ কর্মসূচি পালন করা হবে।
যুক্তরাজ্যের স্থানীয় সময় ১৮ সেপ্টেম্বর রাত ৮টায় পুরো দেশ এক মিনিট নীরবতা পালন করবে বলে জানানো হয়েছে।
Posted ৮:২২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin