
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
নীলফামারীতে উত্তরা ইপিজেডে এক্সপোলিংক ইন্ডাস্ট্রির কার্যালয় থেকে চুরি হওয়া ১১ লাখ ৯৬ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে জেলা শহরের পূর্ব কুখাপাড়ায় ওই প্রতিষ্ঠানের কর্মচারী মো. আনারুলের (৩০) বাড়িতে অভিযান চালিয়ে টাকা উদ্ধারসহ আনারুলকে গ্রেপ্তার করা হয়। তিনি পূর্ব কুখাপাড়ার আইয়ুব আলীর ছেলে।
পুলিশ জানায়, গত ৮ সেপ্টেম্বর রাতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক প্রসেনজিৎ কুমার কার্যালয় থেকে ১৫ লাখ টাকা চুরির মৌখিক অভিযোগ করেন। এ ঘটনায় তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজে প্রতিষ্ঠানটির কর্মচারী মো. আনারুলের সম্পৃক্ততা পাওয়া যায়।
এরপর গত মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) থানায় মামলা দায়েরের পর আজ বুধবার ভোরে জেলা শহরের পূর্ব কুখাপাড়ায় অবস্থিত আনারুলের বাড়িতে অভিযান চালিয়ে ১১ লাখ ৯৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আনারুল চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলে তাকে গ্রেপ্তার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ বলেন, ‘চুরি হওয়া টাকাসহ প্রতিষ্ঠানটির কর্মচারী মো. আনারুলকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) থানায় একটি মামলা রুজু করা হয়।
Posted ১২:৫৮ অপরাহ্ণ | বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
ajkerograbani.com | Salah Uddin